আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ২:৫৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৭, ২০২১, ১০:৫৭ পি.এম
পদ্মা নদী থেকে বালি উত্তোলন করায় ৩ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামের দুই জনকে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
দন্ডিত বালি উত্তোলনকারীরা পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের আলী হোসেন শেখ ও মোহন শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু।
তিনি জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় পদ্মা নদীতে বালি ভর্তি নৌকাসহ রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামে দু’জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দুইজনকে দেড় লক্ষ করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha