আজকের তারিখ : অগাস্ট ১৬, ২০২৫, ১১:২৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৭, ২০২১, ৭:২৯ পি.এম
আলফাডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু ও বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন প্রমুখ।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পুলিশ ও আনসার মোতায়েন থাকবে পূজা মণ্ডপগুলোতে। পুলিশের টহলও জোরদার করা হবে। এতে সবার সহযোগীতা প্রয়োজন।’
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, ‘আলফাডাঙ্গা উপজেলায় এবার ৪৬টি পূজা মণ্ডপে ১১ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে এবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha