ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মো. তাওহিদ মোল্যা (৯)।
সে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের মাইক্রোবাস চালক মো. আইয়ুব মোল্যার একমাত্র ছেলে এবং পাশ্ববর্তী কামারগ্রাম নূরে মদিনা মাদ্রাসার নার্সারী বিভাগের শিক্ষার্থী। তাওহিদের বড় ১৭ এবং ১৪ বছরের দু’টি বোন রয়েছে।
ফরিদপুর জেলা যুবলীগের সদস্য প্রতিবেশি বাগুয়ান গ্রামের মো. দাউদুজ্জামান জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে খেলতে গিয়ে তাওহিদ বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাওহিদকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
দুপুর ১ টার দিকে মাঠ থেকে ফেরার সময় তাওহিদের চাচা পুকুরের মধ্যে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমির হামজা বলেন, ‘হাসপাতালে যখন তাওহিদ নিয়ে আসা হয় তখন আমরা তাকে মৃত অবস্থায় পাই।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha