ফরিদপুরের চরভদ্রাসনে জনগনের ভোটে নির্বাচিত হওয়ার এক বছর পর চরভদ্রাসন উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব গ্রহন করেছেন নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কাউছার।
আজ ৪ অক্টোবর সকাল ১১ টার দিকে তিনি তার কার্যালয়ে চেয়ারম্যানের দায়ীত্ব গ্রহন করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জনান।চেয়ারম্যানের দায়ীত্ব গ্রহন করার পর এক বিবৃতিতে তিনি বলেন “ নদী ভাঙন কবলিত আমাদের এই ছোট চরভদ্রাসন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এটাই এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ”।
জানা যায় ২০১৯ সনের ২৩ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃমোশাররফ হোসেন মুসার অকাল মৃত্যু হয়। ২০২০ সালের ১০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে এতে বেসরকারি ভাবে বিজয়ী হন নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কাউছার।
উল্লেখ্য নির্বাচনে অনিয়য়েমর অভিযোগ এনে ০৬ ডিসেম্বর উক্ত নির্বাচন বাতিল ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।
গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাউছারের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের পর গত ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে মোঃকাউসারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষনা করা হয়। পরবর্তিতে ২৭ সেপ্টেম্বর মোঃ কাউসার এর নামে চেয়ারম্যান হিসেবে গেজেট পাশ হয়।
গত ৩ অক্টোবর রবিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার তিনি চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়ীত্বভার গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫