কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় পাটের চেয়ে পাটকাঠির মূল্য বেশী। কারণ,এই উপজেলায় পানের বরজ নির্মাণ ও মেরামতের জন্য পাটকাঠির প্রয়োজনীয়তা বেশী। এই জন্য এখানে পাটকাঠির কদর বহুগুণে বেড়েছে। চাহিদা বেশি থাকায় এ বছর পাটের পাশাপাশি পাটকাঠিরও ভালো দাম পাচ্ছেন চাষিরা। পাটের ও পাটকাঠির ভালো মূল্য পেয়ে চাষিরা খুবই খুশি।
ভেড়ামারা উপজেলা পানচাষি সমিতির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বলেন, ‘উপজেলার অর্থকারী ফসলের মধ্যে ভেড়ামারায় পান অন্যতম। সে কারণে এই এলাকায় পানের বরজের সংখ্যা বেশি। তাই পান বরজ মেরামত করতে অনেক পাটকাঠির প্রয়োজন হয়। আশ্বিন মাসে বরজ মেরামতের সময় এ পাটকাঠি কাজে লাগে। আবার ভাদ্র ও চৈত্র মাসে মেরামতের সময় লাগে। সে সময় ব্যাপারীর কাছ থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। একশত পিলি পান বরজের জন্য ৫০ আঁটি পাটকাঠি লাগে। এখানে ১৬০ টাকা আঁটি। ১আঁটি পাটকাঠি কিনলে ১৮০টি পাটকাঠিতে পাওয়া যায়।
উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের কৃষক আম্বু বলেন, চলতি বছর তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। এ বছর ফলন খুব ভালো হয়েছে। পাটকাঠি বিক্রি করেও লাভ হয়েছে। কারণ পাটকাঠির চাহিদা এবার অনেক বেশি।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, এ মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাট চাষ হয়েছে। যার পরিমাণ ৪ হাজার ৩ শত ৫০ হেক্টর। ফলনও ভালো হয়েছে। পাটকাঠি বিক্রি করেও লাভবান হয়েছেন চাষিরা। এ উপজেলায় পাটকাঠির প্রচুর চাহিদা থাকায় কৃষকেরা দামও বেশি পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।