ফরিদপুরের সদরপুরে বর্তমানে লাইসেন্স বিহীন ট্রাভেলস্ এজেন্সীর ছড়াছড়ি। এসব এজেন্সীর খপ্পরে পড়ে এখানকার অনেক বিদেশগামী প্রবাসি যাত্রীরা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। এজেন্সি গুলো হচ্ছে আল-রাফসান ট্রাভেলস্, এশিয়ান ট্রাভেলস, সরোয়ার ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ ও খন্দকার ট্যুর এন্ড ট্রাভেলস্।
নিজস্ব নামে বে-নামে আকর্ষনীয় সাইনবোর্ড টানিয়ে লাইসেন্স বিহীন এসকল এজেন্সীর মালিকরা অফিস নিয়ে বসে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উড়েছে। বিষয়টি আইনগত ভাবে নিষিদ্ধ হলেও দেখার কেউ নেই।
অভিযোগ উঠেছে, এজেন্সির মালিক সেজে প্রথম গ্রাহকদের নিকট থেকে রাতারাতি টিকিট দেয়ার কথা বলে একটি অংকের টাকা দাবী করে। পরে সমস্যা দেখিয়ে মোটা অংকের টাকা নেয়। এই ভাবে সপ্তাহের পর সপ্তাহ ঘুরে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।
অনেকের অভিযোগ, লাইসেন্স বিহীন এ সকল এজেন্সি বিভিন্ন জেলা ও স্থানের লাইসেন্স ধারী এজেন্টদের সাব এজেন্ড ও সাব অফিসের নাম করে বছরের পর বছর এজেন্সীর মালিক বলে রাজস্ব ফাকি দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ট্রাভেলন্স এজেন্সির মালিকদের সাথে কথা হলে তারা বলেন, অন্যের লাইসেন্সের এজেন্ট হিসাবে কাজ করছে। তাদের সাব এজেন্ট দেয়ার বৈধতা আছে কিনা জিঞ্জাসা করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
আল-রাফসান ট্রাভেলস, কাগজ-পত্র দেখালেও তা বৈধ কিনা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষন করছে অভিযোগ কারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha