রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩জন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তার প্রতিনিধিরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করছেন। ৩ অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগের মোট ৩১ জন নেতা মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন।
এদের মধ্যে কারাগারে আটক আওয়ামী লীগের ৩জন নেতাও নৌকার মাঝি হতে চান। তারা হলেন- হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার) ও কসবামাজাইলের প্রয়াত আওয়ামী লীগ নেতা জজ আলী বিশ্বাসের পুত্র মতিন বিশ্বাস। পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে তারা কারাগারে আটক রয়েছেন।
তাদের পক্ষে প্রতিনিধি ও সমর্থিত লোকজন পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন। কারাগারে আটক কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার, প্রয়াত আওয়ামী লীগ নেতা জজ আলী বিশ্বাসের পুত্র মতিন বিশ্বাস ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিশ্বাসের সমর্থিত লোকজন জানান, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে ৩ নেতা কারাগারে আটক রয়েছেন। নিজ নিজ এলাকায় তাদের জনপ্রিয়তা রয়েছে।
এদিকে গত রবিবার ৩ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন- কলিমহর ইউপির জমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল বিশ্বাস (কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি), আব্দুল গফুর মাস্টার (সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) ও সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপির শওকত আলী সরদার (মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান) ও রইচ উদ্দিন মিয়া (মৌরাট ইউপি আওয়ামী লীগের সহসভাপতি), যশাই ইউপির হাজী আব্দুল হাকিম খান (যশাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও যশাই ইউপির সাবেক ৩বারের ইউপি চেয়ারম্যন) ও মানিক সরদার, বাবুপাড়া ইউপির আবুল কাশেম সরোয়ার (বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান) ও নিজাম উদ্দিন সরদার (বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাবুপাড়া ইউপির বারবার নির্বাচিত ইউপি সদস্য), মৌরাট ইউপির কেসমত আলী শেখ (মৌরাট ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha