আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২১, ৩:৫১ পি.এম
মাগুরায় বিভিন্ন রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তর আর্থিক সহায়তা চেক বিতরণ

মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৩ অক্টোবর) সকাল ১০.৩০ টার সময় মাগুরা সদর উপজেলার আসাদুজ্জামান মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান ২০২১ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মাগুরা ১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাগুরা মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু, সিভিল সার্জন মোঃ শহীদুল্লাহ্ দেওয়ান, মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মনজুরুল আলম।
স্বাগত বক্তায় উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোঃ আশাদুল ইসলাম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোঃ জাহিদুল আলম সহ সমাজসেবা কার্যালয়ের সদস্যগণ। মাগুরা জেলার ৪ টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪৪ জন রোগীর চিকিৎসার জন্য প্রতি জন রোগীরকে ৫০০০০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়, যে অনুদানের আর্থিক সহায়তা টাকার পরিমাণ ছিলো ৭২০০০০০ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha