ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি উপজেলা হেল্থ কেয়ার(ইউএইচসি) স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় হতে ৪১লক্ষ ৯০হাজার টাকা মূল্যের নতুন একটি হাইস এ্যাম্বুলেন্স বরাদ্দ্য পেয়েছে হাসপালাতাল কতৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) ফিতা কেটে উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এর হাতে এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন।
নিক্সন চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হাসপাতাল কতৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, সমাজসেবক বজলু মৃধা, সাবেক ভিপি মিজানুর রহমান, মোঃ মোরাদ হোসেন, মোঃরাসেল জামান, হাসপাতালের চিকিত্সক গন ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান জানান নতুন এই এ্যাম্বুলেন্সটি বরাদ্দ্য পাওয়ায় এই হাসপাতালে চিকিত্সা নিতে আসা গুরতর অসুস্থ্য রোগীদের ২৭কি:মি: রাস্তা পাড়িদিয়ে দ্রæত জেলা হাসপাতালে পাঠানো সহজতর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫