আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২১, ৭:২১ পি.এম
দহগ্রাম সীমান্তে ২৬টি ভারতীয় গরু ও মহিষ আটক

লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্ত ঘেষা দহগ্রাম ইউনিয়নে ধান ক্ষেত থেকে ২৩ ভারতীয় মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করেছেন পাটগ্রাম উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) সকাল ৮টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া ধান ক্ষেত এসব মহিষ ও গরু আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টায় আটক গরু ও মহিষ দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী মহিমপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ দেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ভারতীয় ২৩ মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha