আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম, সাংবাদিক মোক্তার হোসেন ও মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন নারী অঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাস। অনুষ্ঠানে ডা. মাকসুদা ইয়াসমীন, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা নাসরীন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫