আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২১, ৭:০১ পি.এম
নড়াইলে বিশ্ব পর্যটন দিবসে এস.এম. সুলতান নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে আগামী ২রা অক্টোবর “বিশ্ব পযটন দিবসে এস,এম, সুলতান নৌকা বাইচ” প্রতিযোগীতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী ২রা অক্টোবর চিত্রা নদীতে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার নৌকার অংশ গ্রহনে নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে এস,এম সুলতান সেতু পর্যন্ত “বিশ্ব পযটন দিবস এস,এম, সুলতান নৌকা বাইচ” প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী,এমপি। এ প্রতিযোগীতায় ২ টা টালাই ও কালাই গ্রুপে মোট ১০টি নৌকা অংশ গ্রহন করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, এন,এস, আই নড়াইলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha