ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ‘হ্যালো ছাত্রলীগের‘ ব্যানারে পৌরসদরের জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে দিনব্যাপী এ কার্যক্রম চলে। এ সময় মেডিকেল টেকনোলজিতে কাজ করতে দেখা গেছে শামীমা আলম ও রাকিবুল ইসলাম নামে ছাত্রলীগের দুই কর্মীকে।
আয়োজক সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ্য রোগীদের বিশেষ প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য ছাত্রলীগ কর্মীদের রক্তের গ্রুপ নির্ণয় করে তালিকাভুক্ত করা হচ্ছে। ‘হ্যালো ছাত্রলীগে’ যোগাযোগ করে যে কোন রোগীর স্বজনেরা যেকোন সময় জরুরি প্রয়োজনে রক্ত চাইলে তালিকাভুক্তদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা মূমুর্ষ রোগীর জন্য ব্যবহার করতে পারবেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রলীগের শিক্ষার্থীরা আমাদের কমিটিতে রয়েছেন। তারা রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে আমাদের সহযোগিতা করছেন। টার্গেট রয়েছে দুই হাজার ছাত্রলীগ নেতাকর্মীর রক্তের গ্রুপ নির্ণয় করে রাখার।
বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, একদিনের এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্থানীয় ছাত্রলীগের দুইশতাধিক কর্মী-সমর্থকের রক্তের গ্রুপ নির্ণয় ও নাম ঠিকানা তালিকাভুক্তির কাজ প্রথমদিনেই করেছি। আমরা প্রথমদিনেই বোয়ালমারী মডার্ন ডায়গনস্টিক সেন্টারের এক সিজারিয়ান মূমুর্ষূ রোগীকে ‘এ পজেটিভ’ রক্ত দান করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha