কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনির হোসেন(২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার সময় ভেড়ামারা-দৌলতপুর সড়কের কাজিহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (২৬) ভেড়ামারা উপজেলা গাছিয়া দৌলতপুর গ্রামের মোঃ এনামুল হকের পুত্র এবং গাছিয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী বলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মজিবুর রহমান জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন টিভিএস মোটরসাইকেল নিয়ে আল্লারদরগা থেকে বাড়িতে আসার পথে ভেড়ামারা থেকে দৌলতপুরগামী একটি বাসকে (ঢাকা মেট্রো-জ ১১-০৭৯৭) সাইড দিতে গিয়ে পাশের গর্তে পড়ে যান এবং বাসের চাকার নিচে তাঁর মাথা চলে যায়। সঙ্গে সঙ্গে মাথা থেঁতলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটিকে আজ (২৯ সেপ্টেম্বর) সকালে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।