কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদী থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ভাংগাপাড়া এলাকায় পদ্মা নদীতে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ভেড়ামারা থানার পুলিশ, নৌ-পুলিশ ও কুষ্টিয়ার পিবিআই সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা অর্ধ গলিত লাশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার কওে থানায় নিয়ে আসা হয়। এই খবর বিভিন্ন থানায় দেওয়া হলে আজ (২৯ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত লাশের সন্ধান মিলে। সে লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের এ্যাডভোকেট নেতার উদ্দীনের ছেলে মনির উদ্দীন অনন্ত (২৫)। নিহতর পিতা নেতার উদ্দীন জানান তার ছেলে ঢাকার ওয়ারী এলাকায় থাকতো কি কারণে খুন হয় তিনি বলতে পারেননি।
২৯ সেপ্টেম্বর বুধবার সকালে লাশের সোরতহাল রিপোর্ট করে ময়না তদন্ত করার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশ প্রেরন করা হয়। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি মজিবুর রহমান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha