আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:৩১ পি.এম
ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনির হোসেন(২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ২৮সেপ্টেম্বর২১ রাত আটটায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের কাজিহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ভেড়ামারা উপজেলা গাছিয়া দৌলতপুর গ্রামের মোঃ এনামুল হকের পুত্র এবং গাছিয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন টিভিএস মোটরসাইকেল নিয়ে আল্লারদরগা থেকে বাড়িতে আসার পথে ভেড়ামারা থেকে দৌলতপুরগামী একটি বাসকে (ঢাকা মেট্রো-জ ১১-০৭৯৭)সাইড দিতে গিয়ে পাশের গর্তে পড়ে যান এবং বাসের চাকার নিচে তাঁর মাথা চলে যায়। সঙ্গে সঙ্গে মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha