রাজবাড়ী জেলার পাংশা উপজেলা তথ্য আপা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১টায় অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার ও তথ্য আপা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বক্তব্য রাখেন।
বক্তারা বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন বন্ধ এবং সমবায়ী ক্ষুদ্র ঋণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন। তারা বলেন, সমাজে এখনও কৌশলে বাল্য বিয়ের প্রবণতা রয়েছে। বাল্য বিয়ের কারণে সামাজিক-পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মুখে মাস্ক ব্যবহারের গুরুত্বারোপ করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে তথ্যসেবা সহকারী মাহফুজা খাতুন ও অর্পনা রানীসহ এলাকার প্রায় ৫০জন মহিলা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha