রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার বড়গাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত মাসুদের বাড়ি বড়গাছি এলাকায় এবং মোহনপুরের ধোপাঘাটা ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, কলেজ শিক্ষক মাসুদ রানা মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর তার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha