আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৮, ২০২১, ৬:০১ পি.এম
গোপনে বিয়ে করে নগ্ন ছবি ধারণ, যুবকের ১০ বছরের জেল

পূর্বের বিবাহিতা স্ত্রী ও জন্মদাতা সন্তান থাকার পরও প্রেমের সম্পর্ক গড়ে গোপনে বিয়ে করে তরুণীর নগ্ন ছবি ধারণ করার দায়ে গোলাম রসুল (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস জেল দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত গোলাম রসুলের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। তবে সে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের পূর্বের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। ফলে ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। আইনজীবী জানান, তালাক দেয়ার তিন দিন পর ২৪ আগস্ট ভোরে ওই তরুণীর বাবা বাড়ির সামনে একটি খাম পান। খামের ভেতরে ছিলো ওই তরুণীর কিছু নগ্ন ছবি। এসব ছবি রসুল তুলে রেখেছিল। এ ঘটনায় সেদিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন।
পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি নগ্ন ছবি পায়। এ সময় জব্দ করা হয় কম্পিউটার। ইসমত আরা জানান, এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেপ্তারও করে। পরে জামিন পেয়ে সে লাপাত্তা হয়ে যায়। সবশেষ বিচার শেষে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করলেন আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha