ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় আড়িয়াল খাঁ নদে ডুবে যাওয়া নিখোঁজ লোকমান মাতুব্বর (৬৫) উদ্ধার হয়নি । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মাতুব্বর জানান, গত শনিবার বিকেলে তার সমর্থক শতাধিক লোকজন নিয়ে শিমুলতলী বাজারে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রোকন মোল্যার সমর্থকদের সাথে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে বতু মাতুব্বরের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক লোকজন ঢাল-শরকী, ইট-পাটকেল নিয়ে আক্রোমন করে ধাওয়া করে।
এ সময় আমার লোকজন ট্রলারে উঠে আড়িয়াল খাঁ নদ পার হতে গেলে ইট-পাটকেল নিক্ষেপ করে ট্রলার ডুবিয়ে দেয়। ট্রলারে থাকা লোকজন আত্মরক্ষার জন্য নদীতে ঝাপ দিলে লোকমান মাতুব্বর নামের এক ব্যক্তি নিখোঁজ হয়। অপর চেয়ারম্যান প্রার্থী রোকন মোল্যার সাথে কথা হলে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার গণজোয়ার দেখে প্রতিপক্ষরা আমার সমর্থদের উপর হামলা করে।
তিনি আরও বলেন, গত শনিবার বিকেলে শিমুলতলী বাজারে আমি ও বতু মাতুব্বরসহ কয়েকজন লোক নামাজ পড়তে গেলে এ ঘটনা ঘটে । পরে আমার সমর্থকরা খবর পেয়ে ধাওয়া করলে ট্রলারে উঠতে গেলে ট্রলারটি ডুবে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha