কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনে ‘আইকা যুব সংঘ’ দুর্গাপূজার আয়োজন করেছে। ইতিমধ্যে প্রতিমার নির্মাণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথা, হাতসহ অংশবিশেষ ভেঙে ফেলেছে। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সঙ্গে বুধবার সকালে পূজামণ্ডপ কমিটির সভাপতি প্রবীর সাহা ও সাধারণ সম্পাদক অনন্ত সরকার বৈঠক করেছেন। এ সময় জেলা প্রশাসক এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha