মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে ৫৮ ব্যাটালিয়ন বিজিবি। সোমবার রাতে সীমান্তের যাদবপুর বিওপি এলাকার কানাইডাংগা গ্রামের ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১২ পুরুষ, এক নারী ও দুই শিশু রয়েছে। অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জে।
এছাড়াও অবৈধভাবে সীমান্তে পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আবদুল করিমের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলার পর মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫