ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই তবে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে চার জন। টেস্ট করা হয়েছে ৬৯ জনকে। মোট আক্রান্তের সংখ্যা ৯,৩৫৫ জন। মোট মৃত্যু হয়েছে ২৬৫ জনের। আক্রান্তের হার ৫.৭৯ % ভাগ।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে ৬৯ জনের নমুন পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫ দশমিক ৭৯ ভাগ। সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ১৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৬ জন। সুস্থ হয়েছেন ৮,৫২১ জন।
এছাড়া নতুন করোনা আক্রান্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলায় ১ জন ও শৈলকুপা উপজেলায় ১ জন। বাকি কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলায় কেউ করোনা আক্রান্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫