আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২২, ২০২১, ৬:১১ পি.এম
রাণীনগরে তাল বীজ রোপণের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধে নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় তাল বীজ রোপণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা জুড়ে বিভিন্ন সড়কের পাশে ১৫ হাজার তাল বীজ রোপণ করা হবে।
এ উপলক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সদরের বাইপাস সড়কের পাশে তাল বীজ রোপণ করে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha