আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৯ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২২, ২০২১, ৭:০১ পি.এম
জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় পার্বতীপুরে দুটি প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের পরিচালক
জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় পার্বতীপুর পৌর সভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সদ্য সমাপ্ত বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শণ করেছেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহিম খান। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত দুটি প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।
এসময় পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোশারফ হোসেন সমাজ ও পৌর কাউন্সিলরগণ ছাড়াও পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮৩২ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের মধ্যে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে ৯২০ মিটার দীর্ঘ একটি এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৮৪০ মিটার দীর্ঘ অপর একটি পয়ঃনিষ্কাশন নালা বাস্তবায়নের কাজ শুরু করা হয়। গত ২০২০ সালের জুন মাসে সমাপ্ত অর্থ বছরে বর্ধিত মেয়াদে প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হয়।
পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক জানান, বাস্তবায়িত দুটি প্রকল্পই পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড অতিক্রম করে পার্শ্ববর্তী তিলাই নদীতে গিয়ে পড়েছে। এর ফলে বিশেষ করে বর্ষাকালে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। মোবাঃ ০১৭১৬-৯৬১৯৪০
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha