আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গা উৎসব । এ উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। এ বছর ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪৪টি পূজা মন্ডবে অনুষ্টিত হবে দুর্গা উৎসব। প্রতিমা তৈরির মৃৎ শিল্পীরা দিনরাত নিরলশ ভাবে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দূর্গা, সরস্বতী, লক্ষী, গণেশ, কার্তিক, অসুর, সিংহসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ।
মৃৎ শিল্পি বিমল পাল বলেন, এ বছর তিনি সদরপুর, ভাংগা, শরিয়তপুর ও চিটাগাংসহ মোট ২০টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে প্রতিমার দো-মাটির কাজ শেষ হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান, এ উপজেলায় ৪৪টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা উৎসব পালনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha