কুষ্টিয়া শহরের থানাপাড়া বাধ এলাকা থেকে নয় মাসের শিশুসহ এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টম্বর) সকালে গড়াই নদী সংলগ্ন ওই নারীর নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- ওই এলাকার রিকশা চালক রতনের স্ত্রী আকলিমা খাতুন (২৯) এবং নয় মাসের শিশু জিম।
স্থানীয়রা জানায়, আকলিমার আগে একটি বিয়ে হয়েছিলো। সেখানে তার দুটো সন্তান রয়েছে। পরবর্তীকালে রতনের সঙ্গে তার বিয়ে হয়। প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দিতো। সকালে ঘরের মধ্যে আকলিমার ঝুলন্ত মরদেহ এবং বিছানায় শিশু জিমের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্বার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।