আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৮:৫৪ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২২, ২০২১, ২:৩৫ পি.এম
সালথায় দেশীয় মাছ ও শামুক রক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ২০২১-২০২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার ( ২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়নের চুলির বিলে, বাহিরদিয়া মাদ্রাসার পুকুরসহ উপজেলার ৬টি জলাশয়ে এই মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বি নোমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার এখতিয়ার লিটন, রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলি লিটু, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি স্থানে মোট ২৮৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha