ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম (৪৮) সড়ক দুর্ঘটনায় মৃত্যু। জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কামরুল ইসলামের বাড়ি ফরিদপুর সদরের সাদিপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে কর্মস্থলে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পুকুরিয়া নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আশা ঘাতক ট্রাক তার মটরসাইকেল চাপা দেয়।
দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫