ভেড়ামারা থেকে রাজশাহীতে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।
সাবিনা ইয়াসমিন নামের ওই প্রসূতির সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের জন্য ট্রেনে করে রাজশাহীর একটি ক্লিনিকে যাচ্ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই প্রসূতি ভেড়ামারা স্টেশন থেকে সাগরদাঁড়ি ট্রেনের 'ছ' বগিতে ওঠেন।
এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে এ সময় ওই ট্রেনে নার্সিং ইনস্টিটিউটে পড়া দু'জন শিক্ষার্থী ছিলেন। ট্রেন কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে তারা ওই নারীর সহায়তায় এগিয়ে আসেন এবং কামরায় বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ভেড়ামারা স্টেশন থেকে ১৬ সেপ্টেম্বর রাত ৮টার সময় ওঠেন ওই প্রসূতি। তার সঙ্গে ছিলেন ছোট বোন ও দেবরের স্ত্রী। পথে রাজশাহীর আড়ানী এলাকায় তার প্রসবব্যথা ওঠে। ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ট্রেনের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়। পরে ওই অ্যাম্বুলেন্সে করে নবজাতক ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, এটি ওই নারীর দ্বিতীয় কন্যা সন্তান। তার প্রথম কন্যা জন্ম নেয় সিজারের মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha