শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২৮ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৬ জন।
কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৫ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ।
নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১১ জন, কুমারখালী উপজেলায় ৬ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুর উপজেলায় ৩ জন এবং খোকসা উপজেলায় ১ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৮৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ৪১ জন।
এপর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৮ জন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।