আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৬, ২০২১, ৬:৩২ পি.এম
পাংশায় ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে উচ্চ ফলনশীল পাট বীজ ও সার প্রদান
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে উচ্চ ফলনশীল পাট বীজ ও সার পেয়েছেন। বৃহস্পতিবার ১৬সেপ্টেম্বর দুপুরে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করেন। ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট বীজ ও সার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাইন উদ্দিন সাআদ প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচশত গ্রাম পাট বীজ, দশ কেজি ইউরিয়া, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
পাংশায় বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল পাট বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha