আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৭, ২০২১, ১১:২৯ এ.এম
মাগুরায় কৌটা ভরা স্বর্ণালঙ্কার ফেরত দিলেন পুলিশের এএসআই ফারুক আহমেদ

মাগুরা শালিখা উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় ১২ সেপ্টেম্বর রবিবার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত ও প্রায় ৩০ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। ঐ সময় সেই দুর্ঘটনার শিকার হওয়া বাসটি মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে থানাতে রাখেন।
এসময় বাসের মধ্যে থাকা যাত্রীদের একটি স্বর্ন ভর্তি কৌটা দেখতে পেয়ে নিজ হেফাজতে রাখেন এ এস আই মোঃ শাহাজালাল। জানা গেছে ওই কৌটার মধ্যে স্বর্নের গলার চেইন, ৪টি রুলি, ১টা কন্ঠসিট ও কানের দুল ছিলো।
পরে সেই মালামালের প্রকৃত মালিক হিসেবে মোঃ সাজ্জাদ মোল্যার হাতে তুলে দেন। সাজ্জাদ মোল্যা মাগুরা সদরের রাঘবদাইড় গ্রামের রাজ্জাক মোল্যার পুত্র। তিনি তার হারানো মালামাল পেয়ে অনেক খুশি হন। এ সময় সাজ্জাদ সহ অন্যান্য পুলিশ অফিসার এএসআই শাহাজালাল কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এবিষয়ে রামনগর হাইওয়ে থানা পুলিশ এএসআই শাহাজালাল বলেন, তিনি প্রকৃত মালিকের কাছে হারানো স্বর্নের কৌটা ফিরিয়ে দিতে পেরে খুবই আনন্দিত হয়েছেন। এদিকে এএসআই শাহাজালালের এমন সততায় মুগ্ধ হয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha