আজকের তারিখ : জুলাই ১৮, ২০২৫, ১২:২২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৬, ২০২১, ৬:২৩ পি.এম
রাণীনগরে স্বামীকে না পাওয়ার ক্ষোভে সতীনকে এসিড নিক্ষেপ; স্বামী ও সতীন আটক

নওগাঁর রাণীনগরে স্বামীকে কাছে না পাওয়ার ক্ষোভে বড় সতীন নার্গিসের এসিড নিক্ষেপে ছোট সতীন পাতাশি বেগম (৩০) গুরুত্বর আহত হয়েছেন। এতে পাতাশি আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আতাইকুলা গ্রামে পাতাশির বাবার বাড়িতে এ এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। আহত পাতাশি ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে।
এ ঘটনায় পাতাশির স্বামী আত্রাই উপজেলার আন্ধারকোটা গ্রামের ওসমান আলী (৪৫) ও সতীন নার্গিস বেগম (৩৫) কে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, গৃহবধু পাতাশি বেগম ওসমান আলীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী নার্গিস ও দ্বিতীয় স্ত্রী পাতাশির মধ্যে স্বামীকে নিয়ে দন্দ চলছিলো।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে পাতাশির বাড়িতে এসে সতীন নার্গিস পাতাশিকে এসিড নিক্ষেপ করে। এতে এসিড পাতাশির শরীরে পড়লে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ঘটনাটি জানার পর এসিড নিক্ষেপের অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে পাতাশির স্বামী ও সতীন নার্গিসকে আটক করা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha