বর্ষা মৌসুমের শুরুতে অবিরাম ভারী বর্ষণ পরবর্তী কর্ণফুলী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জোয়ারের পানিতে বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ গ্রামীণ জনপদের একটি সড়ক ভেঙে পুকুরে পরিণত হয়েছে।
এই অবস্থার কারণে সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট পাহাড়ি ঢলের জোয়া রের পানির ধাক্কায় উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের পাঠান পাড়া নতুন পুকুর পাড় সড়কটি ভেঙ্গে এমন দৈন্যদশা তৈরী হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে গত ১০ সেপ্টম্বর ২০২১ সড়কটি পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা আওয়মী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক , সমাজ সেবক, দানবীর হাজ্বী নুরুল আমিন খান ।
তিনি তাৎকনিকভাবে সাময়িক ব্যাবস্থ গ্রহন করে চলা চলের ব্যবস্থা করে দেন।এর আগেও তিনি চরনদ্বীপ বড়ুয়া পাড়া সড়কের সাময়িক ব্যাবস্থ গ্রহন করে চলা চলের ব্যবস্থা করে দেন। ওই সময় তিনি সড়কটি স্থায়ীভাবে সংস্কারে ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন পরে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান উপজেলা আওয়মীলীগ নেতা নুরুল আমিন খান ।
তিনি বলেন, সম্প্রতি ভারী বর্ষণ পরবর্তী কর্ণফুলী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জোয়রের পানিতে চরনদ্বীপ ইউনিয়নের পাঠান পাড়া নতুন পুকুর পাড় সড়কটি ভেঙ্গে পুকুরে পরিণত হয়েছে। এই অবস্থার কারণে সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজার হাজার বাসিন্দা চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha