আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২১, ৪:৩১ পি.এম
খোকসায় ১৫থেকে ৩৫ বছর বয়সীদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে কার্যক্রম উদ্বোধন
কুষ্টিয়ার খোকসায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে কার্যক্রমের উদ্বোধন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের যৌথ প্রয়াসে ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নির্ণয় বিষয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত তরুণদের মধ্যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বিষয়ক বৈজ্ঞানিক সমীক্ষা কার্যক্রম গ্রহণ করেছে।
উক্ত কার্যক্রমের আওতায় দেশের ৯টি জেলায় ১৬ টি স্থানে ১৫ থেকে ৩৫ বছরের স্কাউট/রোভার ও ইয়ং অ্যাডাল্ট লিডারদের বিনামূল্যে ব্লাড সুগার, এইচ বি এ আই সি, রক্তচাপ, রক্তে চর্বি, কিডনি, হার্ট ও পায়ের জটিল পরীক্ষা করার লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার সকালে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আহসানুল হক নবাব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডাক্তার আব্দুল্লাহ-আল- মামুন তুষার, রোভার গাইডার (ক্যাপ্টেন) রেঞ্জার ইউনিটি কুষ্টিয়া সরকারি কলেজ শাখার প্রধান প্রফেসর মোছাঃ ফিরোজা খাতুন, জেলা কমিশনার ও গার্লস গাইড জেব-উন-নিছা, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বাংলাদেশ স্কাউট এর উপজেলা সম্পাদক শরিফুজ্জামান বিল্লু, উপজেলা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।
উক্ত কার্যক্রমের আওতায় খোকসা উপজেলায় ১৫ থেকে ৩৫ বছরের ১৩০ জন স্কাউটস, রোভার স্কাউট, ইয়াং অ্যাডাল্ট লিডারদের উক্ত বিষয় গুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং তাদের ব্যবস্থাপত্র দেওয়া হয়। বাংলাদেশ সরকারের এমন একটি মহৎ উদ্যোগ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha