ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী কারও সন্তান অথবা কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার ঘর কেড়ে নেয়ার হবে। তিনি মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নগরকান্দার মিরাকান্দায় আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, ত্রান বিতরণ ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী ঘোষনা দিয়েছেন বাংলাদেশ একজন মানুষও গৃহহীন থাকবেনা।
সেই মোতাবেক তিনি কাজ করে যাচ্ছেন। প্রত্যেককে শুধু একটি ঘর নয় আজীবনের জন্য একটি বাড়ী তৈরী করে দেওয়া হচ্ছে। এছাড়াও আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য সরকার বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সরকারি বিভিন্ন দপ্তর থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন। আপনাদের সন্তাানদের অবশ্যই স্কুলে পাঠাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুমিনুর রহমান, অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, ইউপি চেয়ারম্যন বৃন্দ।
এর আগে জেলা প্রশাসক পুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয়ের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সকল কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে ম্যুরালের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha