আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৫:১৩ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৪, ২০২১, ১:১২ পি.এম
ক্ষেতলালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দুই বাড়ি পুড়ে ছাই
জয়পুরহাটের ক্ষেতলালে বড়তারা ইউনিয়নের দুই বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে লাগা আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা।
জানা গেছে, আজ সোমবার দিবাগত রাত দুই (০২) টায় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে আব্দুল হাকিম এবং মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আইয়ুব আলীর ২ টি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগে। বিষয়টি পরিবারের লোকজন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে আত্বচিৎকার করতে থাকে। তাদের আত্বচিৎকারে গ্রামের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় ভোর ৫ টা ১০ মিনিটে ক্ষেতলাল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তাদের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে দুই বাড়ির টিনের ছাউনি পুড়ে গেছে এবং টিন ক্ষতিগ্রস্ত হয়। যে দুই বাড়িতে আগুন লেগে ক্ষতি হয় তার মধ্যে একটি বাড়ি সেমি পাকা এবং অপর বাড়ি মাটির তৈরী। আগুনে এমন ক্ষতির কারণে পরিবারের লোকজনকে আহাজারি করতে দেখা গেছে।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, সোমবার ভোর ৫ টা ১০ মিনিটে আমাদের আগুন লাগার ঘটনাটি জানালে আমরা অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা-ঘন্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আরো বলেন, মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত এবং দুই বাড়িতে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা। ঘরের ছাউনি এবং আসবাবপত্র পুড়ে গেছে। কোন জান-মালের ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha