আজকের তারিখ : জুলাই ২৪, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২১, ৯:৩৫ পি.এম
খোকসায় বীরমুক্তিযোদ্ধার মৃত্যু ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুষ্টিয়ার খোকসায় শোমসপুর গ্রামে আবুল হোসেন শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিন আহমেদ এর ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭৬) বছর।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন সোমবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সোমবার বাদ আছর শোমসপুর ঈদগাহ ময়দানের বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ডেপুটি কমান্ডার মনজেল আলী, ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান প্রমুখ।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, তিন কন্যা ও পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ শেমসপুর ঈদগাহ ময়দানে বাদ আসর অনুষ্ঠিত হয়, জানাজার নামাজ শেষে বাদ মাগরিব নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha