আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১১:১৯ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২১, ৯:৩৫ পি.এম
খোকসায় শোমসপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মেজবাহ উদ্দিন
কুষ্টিয়ার খোকসায় করোনা মহামারীর প্রকোপ কমে যাওয়ায় সরকার ঘোষণা অনুযায়ী প্রায় দেড় বছর পর রবিবার স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। ২য় দিনেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন শোমসপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ক্লাসে যান এবং ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন তোমরা যেহেতু এখন ছাত্র তোমাদের কাজ যথাযথ ভাবে স্কুলে উপস্থিত হওয়া ও পড়াশোনা করা, তোমারা জীবনে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাও অবশ্যই সফলকাম হবে, লক্ষ না থাকলে কোন কিছুই করা সম্ভব নয়।
তিনি আরো বলেন তোমরা শিক্ষক ও বাবা-মার কথামত পড়াশোনা করো অবশ্যই একদিন মানুষের মত মানুষ হবে। এ সময় তিনি স্কুলের বিভিন্ন ক্লাস ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন,সহকারি প্রধান শিক্ষক আইভী, শিক্ষক সুব্রত, শিক্ষক আব্দুল কুদ্দুস ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha