কুষ্টিয়ার খোকসায় আনন্দঘন পরিবেশে দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। করোনা মহামারীর দীর্ঘ ১৮ মাস বিরতির পর রবিবার সকাল ৯ টার সময় বিদ্যালয়ের ঘোন্টা বাজিয়ে ক্লাসের আহ্বান জানানো হয় ।
শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় আনন্দে শিহরিত হয়ে উঠেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।
খোকসা উপজেলায় মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ৩২টি ও ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে খুলে দেওয়া হয়।
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে আনন্দ উৎকণ্ঠার দীর্ঘ ১৮ মাসের অবসান হলো।উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াকে কেন্দ্র করে আয়োজনের কমতি ছিলনা বিদ্যালয় কর্তৃপক্ষের।
শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সমস্ত শরীরে স্প্রে করা, সর্বোপরি ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের কে বরণ করে নেওয়া হয়।
উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শোমসপুর উচ্চ বিদ্যালয়, খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয় ও ইশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের, আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা, আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয়, বিলজানি দাখিল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে যাই। এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কে বরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বললেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রথম দিনে শিক্ষার্থীদের আশাব্যঞ্জক উপস্থিতি পেয়েছি।
আমরা পূর্ব থেকে এসাইনমেনট কার্যক্রম চালু রেখেছি। ফলতো শিক্ষার্থীরা সবাই আগাম জেনে গিয়েছিল। অভিভাবকরা শিক্ষার্থীদের কে নিয়ে বিদ্যালয় এসেছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা সকল প্রস্তুতি পূর্ব থেকে নিয়েছিলাম। এখন আমাদের শিক্ষা কার্যক্রম পুরোদমে চালু হলো।
এদিকে অতিমারি জেলা হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনা মহামারী এখনো নির্মূল হয়নি। তবে আক্রান্ত ও মৃত্যুর হার সর্বনিম্ন। এতে আশা করছি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মারলে হয়তোবা করোনার এই আক্রান্তের উদ্ধগতি হবে না, বলে দাবি করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha