দীর্ঘ ১৮ মাস পর খুলেছে শিক্ষানগরী রাজশাহীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে স্ব স্ব স্কুল কলেজে উপস্থিত হতে থাকেন শিক্ষার্থীরা। ইউনিফর্ম পরে তারা ক্লাস শুরু করেন।
জানা গেছে, জেলার দুই সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে প্রথমদিন।শিক্ষকরা স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বরণ করে নেন। এদিন এসএসসি ওহ এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হয়।
রবিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্যাগ কাধে নিয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে রওনা দেন সকাল থেকেই। এসময় তাদের অভিভাবকরাও ছিলেন। সড়কে হঠাৎ করে যানজটও তৈরি হয়। বাড়তি প্রস্তুতি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।
রবিবার বিভিন্ন কলেজ পরিদর্শন করেন আঞ্চলিক শিক্ষা অফিস রাজশাহীর পরিচালক (কলেজ) ড. কামাল হোসেন। পরিদর্শন শেষে তিনি ভোরের কাগজকে বলেন, ১২ সেপ্টেম্বর আমাদের জন্য অঘোষিত পরীক্ষার দিন ছিল। কীভাবে খুলবে, কীভাবে শতভাগ স্বাস্থ্যবিধি মানানো হবে- সবকিছু চ্যালেঞ্জিং ছিল। তবে এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
ড. কামাল হোসেন বলেন, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। তারা খুব খুশি। তবে স্বাস্থ্যবিধি কোনোভাবেই যাতে লঙ্ঘন না হয়, সেদিকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha