আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১১, ২০২১, ১০:২১ পি.এম
চাটমোহরে একজনের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ

চাটমোহরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে গুরুতর জখম হয়েছে রবিউল করিম (৩৫) এক ব্যক্তি। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির পায়ের রগ কেটে গেছে। আহত অবস্থায় তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেলহাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামে। আহত ব্যক্তি হলেন ওই গ্রামের বাবর আলীর ছেলে।
এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা হলে পুলিশ শিবপুর গ্রামের জুব্বার আলীর ছেলে আগামত আলী (৫৫) কে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,জমি বেচাকেনা নিয়ে শিবপুর গ্রামের ফজু বিশ্বাসের সাথে বিরোধ দেখা দেয়ে কবুয়ত আলীর। এরই জেরে শুক্রবার সকালে কবুয়তের ছোট ভাই রবিউল করিমকে একা পেয়ে ফজু বিশ্বাস গং করে মারপিট শুরু করে।এরই এক পর্যায়ে ধারালো অস্ত্রের কোপে রবিউলের ডান পায়ের রগ কেটে যায়।
রবিউলের চিৎকারে তার স্বজনরা ও এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে চাটমোহর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,এ বিষয়ে থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha