আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৮, ২০২০, ৪:৪১ পি.এম
ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় আপন দুই ভাইসহ অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃদ রশিদ প্রামানিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন হোসেন জানান, ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চারজন যাত্রী চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছামাত্র ফরিদপুর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
ওসি আরো জানান, দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha