বজ্রপাত প্রতিরোধ ও রাস্তার সৌন্দর্য বর্ধনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তাল বীজ রোপণ করেছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা-পাকুড়িয়া সড়কের দু'পাশে তালবীজ রোপন করা হয়। এ সময় তারা শতাধিক তালবীজ রোপন করেন। সংগঠনটি উপজেলা ব্যাপি সহস্রাধিক তালবীজ রোপন করবে বলে জানা গেছে।
তালবীজ রোপনকালে উপস্থিত ছিলেন, বানা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাজ ইসলাম খোকন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. মিটু মোল্যা, সংগঠনের সদস্য মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, আসিফ সিকদার, গোলাম কিবরিয়া প্রমুখ।
সংগঠনের সদস্য মিয়া রাকিবুল জানান, ' আলফাডাঙ্গা উপজেলা এলাকায় বজ্রপাত থেকে প্রতিরোধ করা ও কৃষকদের বাঁচানো আমাদের মূল লক্ষ্য। এতে একই সাথে পরিবেশ রক্ষাও হবে।
বর্তমান বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যাকে বজ্রপাতের প্রধান কারণ হিসেবে বিবেচনা করছে বিজ্ঞানীরা। তাই স্থানীয় প্রযুক্তি হিসেবে তাল গাছকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য তারা সতর্কতার অংশ হিসেবে তাল বীজ রোপণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha