রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে অমিত কর্মকার নামের (২৮) তরুন এক সিট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার আড়ানি পৌরসভা বাজারের হার্ডওয়্যারসের ব্যবসায়ী ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী অমল কর্মকারের বড় ছেলে।
বুধবার (৮-৯-২০২১) সন্ধ্যা রাত আনুমানিক ৭ টার সময়, বিদ্যুৎ স্পর্শে মারা যান অমিত। নিহতের বাবা অমল কর্মকার জানান, আড়ানী হরিবাড়ি মন্দিরের সামনে তাদের নতুন বিল্ডিং এর কাজ চলছিলো।
সন্ধ্যার সময় ওই বিল্ডিং এ পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। আড়ানি পৌরসভার প্যানেল মেয়র-১ কার্তিক চন্দ্র হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অকাল মৃত্যুতে আড়ানি পৌর বাজারের ব্যবসায়ী সহ শ্রেণি পেশার মানুষ শোকাহত।
বাঘা থানার ডিউটি অফিসার (এসআই) রবিউল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তবে অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha