আজকের তারিখ : অগাস্ট ১০, ২০২৫, ১১:০৪ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৮, ২০২১, ৮:০৯ পি.এম
চরভদ্রাসনে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের চরভদ্রাসন প্রেস ক্লাব মিলনায়তনে গত মঙ্গলবার রাতে নবাগত ওসি মোঃ জিয়ারুল ইসলাম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। চরভদ্রাসন প্রেস ক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন।
সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক লিয়াকত আলী লাভলু। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার সৈয়দ আওলাদ হোসেন ও সাংবাদিক আবুল কালাম মোল্যা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক আঃ ওহাব মোল্যা, মোঃ আসলাম বেপারী, এসএম সাইফুল ইসলাম উজ্জল ও রতন টিকাদার প্রমূখ। এ মতবিনিময় সভায় চরভদ্রাসন থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মাদকের ব্যপারে বিশদ আলোচনা করেন।
তিনি পুলিশি সেবা নেওয়ার জন্য প্রত্যেককে সরাসরি ওসির সাথে যোগাযোগ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ , নারী নির্যাতন, বাল্যবিয়ে, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha