আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ২:৫৬ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৮, ২০২১, ৭:২৫ পি.এম
দুর্নীতিবাজরা দেশটাকে দুর্নীতি করে ধ্বংস করছে – ইনু
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী কুষ্টিয়া -২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের কাছে ও উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন; এই বাংলাদেশ কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন।
তিনি আরো বলেন, দুর্নীতিবাজরা দেশটাকে দুর্নীতি করে রাজনীতির অঙ্গনে ভয়াবহ চোরাবালি তৈরি করেছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং দুর্নীতিবাজদের ধ্বংস করতে হবে।
৮ সেপ্টেম্বের বুধবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়নে এলজিইডির প্রায় ৬৮ লক্ষ টাকার ব্যয় ৯৫৭ মিটার রাস্তার কাজের উপজেলার জাপানের পুলে চাঁদগ্রাম হাসপাতাল পাড়ার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, জেলা কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha