আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ৪:৩৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৬, ২০২১, ৯:০৩ পি.এম
হাতীবান্ধায় গ্রাম পুলিশগণ বাইসাইকেল পেলেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের ৯১ জন গ্রাম পুলিশগণ বাই সাইকেল পেলেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের মাঠে সাইকেল চালিয়ে গ্রাম পুলিশদের হাতে সাইকেল তুলে দেন। হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ প্রমুখ। গ্রামপুলিশরা নতুন বাইসাইকেল পেয়ে খুশী হয়েছেন।
তারা বলেন গ্রামের প্রত্যন্ত এলাকায় দ্রুত কাজ করতে সুবিধা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha