আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৬ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৫, ২০২১, ৬:৪৩ পি.এম
পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

পঞ্চগড় জেলা সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যের ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় ৩০ জন দরিদ্র নারীর মাঝে দুইটি করে মোট ৬০টি দেশী জাতের ছাগল হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে রোববার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন মাঠে উপকারভোগিদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনুরূদ্ধ কুমার রায়।
ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাড়িভাসা ইউপির নারী সদস্য ও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন প্রমূখ।
ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলী জানান, বিএনএফ’র ১০ম কিস্তির আর্থিক সহায়তায় বিলুপ্ত ছিটমহলের দরিদ্র নারীদের মাঝে এসকল ছাগল বিতরণ করা হয়েছে। এর আগের ৯টি কিস্তিতে সেলাই মেশিন প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ, ছাগল পালন, বিলুপ্ত ছিটমহলের দরিদ্র পরিবারের মাঝে সেমিপাকা টয়লেট বিতরণ, শ্যালো মেশিন বিতরণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha